Wednesday, March 13, 2019

শ্রদ্ধার জন্মদিনে বাহুবলীর প্রভাসের অসাধারণ উপহার


Hello! Friends, আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি,,,
তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো সবাই ভালো আছো । আমি আলহামদুলিল্লা ভালো আছি ।


আজকের টপিক,
শ্রদ্ধার জন্মদিনে বাহুবলীর অসাধারণ উপহার  
শ্রদ্ধা কাপুর ও প্রভাস
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের জন্মদিন আজ (৩ মার্চ)। আর এটি নিয়ে বিশেষ একটি উপহারের বন্দোবস্ত করেছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস।

সেটিও করেছেন সিনেম্যাটিক ঢঙে। দুজনেই এখন কাজ করছেন ‘সাহো’ নামের চলচ্চিত্রে।
এর পেছনের কিছু ঘটনা ও শ্রদ্ধাকে নিয়ে প্রভাস তৈরি করেছেন জন্মদিনের একটি ভিডিও। যা ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ‘শেড অব সাহো চ্যাপ্টার ২’ নামে।
এর মাধ্যমে দর্শকরাও ভালোভাবে দেখতে পেল শ্রদ্ধার নতুন লুকটি। এর আগে গত ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিনে ছবিটির প্রথম চ্যাপ্টার প্রকাশ করা হয়। যেখানে হাজির হন ছবির নায়ক প্রভাস।
৩০০ কোটি রুপির বাজেটের ‌‘সাহো’তে থাকছে প্রচুর অ্যাকশন দৃশ্য। যা বোঝা গেছে ‘চ্যাপ্টার ১’ ও ‘চ্যাপ্টার ২’ নামের এ দুটি টিজারে।
সুজিত পরিচালিত সিনেমাটিতে প্রথমে আনুশকা শেঠিকে প্রভাসের বিপরীতে ভাবা হলেও পরে তা পরিবর্তন করে শ্রদ্ধাকে নেওয়া হয়। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ।
চলতি বছরের ১৫ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। আর এর মাধ্যমেই বলিউডে অভিষেক হবে নায়ক প্রভাসের।
শ্রদ্ধার জন্মদিনে প্রভাসের উপহার:


**পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই  কমেন্ট করে জানাতে ভুলবেন না ।
,,,,আল্লাহ্ হাফেজ,,,,,
Previous Post
Next Post

0 Comments: