Wednesday, February 13, 2019

বিষাক্ত ভাইরাস থেকে বাঁচার মিশন

দ্য ডিভিশন

দ্য ডিভিশন একটি অ্যাকশনধর্মী গেম। ২০১৩ সালে ঘোষণা দিলেও গেমটি বাজারে এসেছে চলতি বছরের মার্চ মাসে। দ্য ডিভিশন একই সঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে স্টেশন-৪ এবং এক্সবক্স ওয়ানে খেলা যাবে।
দ্য ভিডিশন গেমটি গড়ে উঠেছে অদূর ভবিষ্যতের নিউইয়র্ক সিটিতে কৃত্রিমভাবে সৃষ্ট মহামারীর সময়কালকে ঘিরে। গেমার স্ট্র্যাটেজিক হোমল্যান্ড ডিভিশনের একজন নামমাত্র এজেন্ট। এই এজেন্টদের দ্য ডিভিশন নামে ডাকা হয়। বিভিন্ন বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ম্যানহাটান শহরে ডিভিশনের অপারেশন করার দায়িত্ব কাঁধে আসে দ্য ডিভিশনের। মহামারির সম্ভাব্য কারণ বের করে সন্ত্রাসীদের প্রতিহত করতে হয় তাদের। দ্য ডিভিশন চরিত্রভিত্তিক গেম। এমনকি এটি সমন্বিতভাবে বা দু’পক্ষের মধ্যে অনলাইন খেলা যাবে।
নিউইয়র্ক সিটিতে টাকার মাধ্যমে বিষাক্ত ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে সৃষ্ট রোগের নাম দেওয়া হয় গ্রিন পয়জন বা দ্য ডলার ফ্লু। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং ম্যানহাটান কার্যত বিছিন্ন হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার তাদের রক্ষিত এজেন্টদের কাজে লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এ ধরনের এজেন্টরা স্ট্র্যাটেজিক হোমল্যান্ড ডিভিশনের নিয়ন্ত্রণে কাজ করে।
এরা সাধারণত জরুরি অবস্থার সময় কাজ করে। মহামারি প্রতিরোধে দ্য ডিভিশনের এজেন্টদের নিয়ে জয়েন্ট টাস্কফোর্স গঠন করে সরকার।
যা যা লাগবে
প্রসেসরঃ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন, ইন্টেল কোরআই-৫, র‌্যামঃ ৬ জিবি, গ্রাফিক্স কার্ডঃ জিফোর্স জিটিএক্স ৭৬০ অথবা এএমডি রেডিওনের ৭৭৭০, ফ্রি হার্ডডিস্ক স্পেসঃ ৪০ জিবি।
পোস্টি কেমন লাগল তা কমেন্ট  জানাতে ভুলবেন না । আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে আরো ভালো ভালো গেম  এপ নিয়ে পোষ্ট করব!

Previous Post
Next Post

0 Comments: