Image result for nasir hossain
Hello! Friends, আমার আজকের পোষ্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি,,,,
সিলেট সিক্সার্সের গত আসরের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে এইবার বদলে গেছে সব কিছুই। ডেভিড ওয়ার্নার দলে থাকায় তার কাধেই তুলে দেয়া হয় অধিনায়কের দায়িত্বভার। আর সে কারনে অধিনায়কত্ব হারায় নাসির।
শুধু অধিনায়ক নয়, দলেও জায়গা হারান তিনি। প্রথম ম্যাচে ছিলেন না দলের সাথে। ফিরেছিলেন পরের ম্যাচে। তবে দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পর দল থেকে বাদ পড়েন।
সিলেট পর্বে তো দলের সাথেই ছিলেন না নাসির। তাকে বাদ দিয়েই সিলেট যায় দলটি। নাসির ছিল ঢাকাতেই।
তবে বিপিএল আবারও এখন ঢাকায় ফিরেছে। আর ওয়ার্নারও নিজ দেশে ফিরে গেছেন। তাই এবার আবারও অধিনায়ক হযেই দলে ফিরতে পারেন নাসির এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।
নাসিরের ফেরা নিয়ে দলটির ম্যানেজার বলেন, নাসির আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। গত বছর সে নেতৃত্ব দিয়েছিল। সে একটি বড় অপারেশন থেকে এসেছে। তার অভিজ্ঞতা মাঠে কাজে লাগবে। তরুণরা উৎসাহ পাবে।

**পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই  কমেন্ট করে জানাতে ভুলবেন না